ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে সব পুড়ে ছাই হলেও পুড়েনি পবিত্র কোরআন শরীফ বিদ্যুতের শট সার্কিট থেকে লাগা আগুনে ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হলেও পুড়েনি পবিত্র কুরআন শরীফ৷ বুধবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা কুঞ্জশাইল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার একডালা ইউনিয়নের গুয়াতা কুঞ্জশাইল গ্রামেরএরশাদ আলীর পরিবারের সবাই বাড়ির বাহিরে কাজ করার সময় হঠাৎ করেই দেখতে পায় বাড়ির ভিতরে আগুন জ্বলছে। খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন মিলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে বলে স্থানীয়রা। বাড়ীর মালিক এরশাদ আলী জানান, বাড়ীতে থাকা নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, মটরসাইকেলসহ সমস্ত মালামাল আগুনে ভষ্মিভূত হয়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে সব কিছু পুড়ে ছাই হলেও ঘরে থাকা একটি কোরআন শরীফ পুড়েনি! রাণীনগর ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, মাটির দু’তলা বাড়ীতে লাগা আগুন স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুনের সুত্রপাত বিদ্যুতের শট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST