শার্শায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

শার্শায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি সভা

এসএম স্বপন, বেনাপোলঃ যশোরের শার্শায় নভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজ মনি, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলক, পল্লী ক্লিনিকের স্বত্তাধিকারী আব্দুল হামিদ, মুক্তি ক্লিনিকের স্বত্তাধিকারী মইনূল হক মিন্টু সহ আরও অনেকে। প্রস্তুতিমূলক সভায় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সচেতন থাকতে হবে। কারও শরীরে যদি জ্বর সর্দি, কাশি থাকে তাহলে হটলাইনে ফোন দেওয়ার অনুরোধ করেন বক্তারা। তিনি আরও বলেন, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সকল স্তরের জনসমাগম নিরুৎসাহিত করেছি। উপজেলা পর্যায়ে দুটি করে রেসপন্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিম করোনা প্রতিরোধ ও শনাক্তে সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। সাধারণ সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট বলে উল্লেখ করেন তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest