ঢাকা ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধি : আজ ১২ মার্চ শিক্ষানুরাগী প্রায়ত হারুনুর রশিদ খাঁন প্রতিষ্ঠিত মেহের নিগার মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লায়লা মাহামুদা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর বানারীপাড়া ২ আসনের সংসদ সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শাহে আলম তালুকদার । বিষেশ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান খাঁন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর,সাবেক ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ শুভ্র,মেহের নীগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিলা বেগম, সমাজ সেবিকা আতিয়া মিনি,প্রমুখ। অনুষ্ঠান উপভোক করেন মুক্তিযুদ্ধা,শিক্ষার্থী অভিভাবক,গন্যমান্য ব্যাক্তি বর্গ,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি নারী শিক্ষার প্রসারের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত বাংলাদেশ গড়তে নারীদের শিক্ষিত হওয়ার প্রয়োজনীতা তুলে ধরেন। পরে বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST