লুৎফর রহমান হিলি প্রতিনিধি:- দিনাজপুরের হিলিতে দূর্যোগ সচেতনতা ও ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্র, সাংবাদিক, রাজনীতিবিদ, সুধিজনসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। দুটি সেশনে উপজেলার বিভিন্ন এলাকার ১৫০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। হাকিমপুর উপজেলা পরিষদের আয়োজনে জাইকার সহযোগীতায় ২ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, জাইকার প্রতিনিধি লুৎফর রহমান। দুই দিনের প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন হিলি ফায়ার সাভিস অফিসের ইনর্চাজ মিজানুর রহমান। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা ।