মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শগুনখোলা গ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বিকেলে মসজিদের উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। স্থানীয় সংসদ মসজিদ কমিটির সভাপতি এম রুহুল আমিন প্রধান হাতে তিনি মসজিদের নির্মাণ ও উন্নয়ন কাজের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউছুফ আলী বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম,যুব নেতা উজ্জ্বল ইসলাম ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।