তালতলীতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা টি20 ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

তালতলীতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা টি20 ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা টি20 ক্রিকেট লীগ ২০২০ এর ফাইনাল খেলা শনিবার (১৪ মার্চ) তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় নিশান বাড়িয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ, তালতলী বন্দর ক্রিকেট একাদশকে১১রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিশান বাড়িয়া ক্রিকেট একাদশ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে১৬৩ রান তুলতে সমর্থ হয়। জবাবে তালতলী ক্রিকেট একাদশ,২০ ওভারে ১৫২ রান তুলতে সক্ষম হয় । বিজয়ী দলের মোঃ ইকবল হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন তালতলী বন্দরের মো. রাজু। লীগে বিভিন্ন এলাকার ৯টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা উপভোগ করারজন্য কয়েক হাজার ক্রিয়াপ্রেমী দর্শকর তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উপভোগ করে। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন মো.আঃ মজিদ জোমাদ্দার ও মো. নুরুল আহাদ দুপুর ২ টায় খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো.রেজবি-উল- কবির। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি । উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে বড়বগী ইউপি সদস্য খালেদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলতাফ হোসেন, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র তালতলী ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান, নুরে আলম সুমন,উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest