মির্জাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

মির্জাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন
সাইফুল,মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ মোঃ সাইফুল ইসলামঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জের একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস,ব্যাগ,বিভিন্ন শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার বিতরন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ঢাকা)’র তত্ত্বাবধায়ক মো.শামসুল আলমের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক প্রফেসর মো.ইউনুস আলী সরদার। সহকারী শিক্ষক মো.মজিবর রহমান হিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.কাওসার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনীল কুমার রায়,বেতাগী প্রেস ক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু,মির্জাগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ও মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি কামরুজ্জামান বাঁধন প্রমূখ। অনুষ্ঠানে ১৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ,স্কুল পোশাক,পানির বোতলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest