করোনা ভাইরাস ঝুকিতে হাবিপ্রবি শিক্ষার্থীরা, উঠছে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

করোনা ভাইরাস ঝুকিতে হাবিপ্রবি শিক্ষার্থীরা, উঠছে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি
মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি ঃ বিশব্যাপী মহামারী আকার ধারন করেছে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সংক্রমিত ভাইরাস কোভিড-১৯ করোনাভাইরাস। ভাইরাসটির সংক্রমনে এ পর্যন্ত সারাবিশ্বে মারা গেছেন ৫ হাজার ৮ শ ৪৪ জন সংক্রমিত দেড় লক্ষের উপরে। চীনের পর এটি অতি দ্রুত এটি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে । চীনের পর ভাইরাসটির কবলে ইরান ও ইটালিতে সব থেকে বেশি মানুষ মারা গেছে। এছাড়া প্রতিদিনই অস্বাভাবিক হারে বাড়ছে সংক্রমিত লোক ও মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছে নতুন নতুন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এই অবস্থাকে মহামারি ঘোষনা করেছে। ইউরোপ, আমেরিকা ইটালির বাংলাদেশি প্রবাসীরা প্রতিদিনই দেশে ফিরছে। এমতাবস্থায় বাংলাদেশও রয়েছে ঝুকিতে এ পর্যন্ত বাংলাদেশে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে তারা সবাই সদ্য বিদেশ ফেরত। এরমধ্যে ২ জন নতুন শনাক্ত করা তারা এসেছেন ইটালি ও জার্মানি থেকে। তবে পুরোনো ২ জন সুস্থ। সরকার করোনা ভাইরাস মোকাবিলার জন্য যেকোন প্রকার জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা এখন পর্যন্ত জারি করেনি। ইতিমধ্যেই বুয়েট,কুয়েট সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় সংক্রমণ এড়াতে কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে বিশ্বিবদ্যালয় সাময়িক বন্ধের দাবি জানিয়েছেন আরিফ মিলন নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থা গ্রুপে লিখেছেন ” হাজী দানেশ এ অনেক বিদেশি শিক্ষার্থী আছে যাদের অনেকেই সাম্প্রতিক নিজ দেশ ভ্রমন করে এসেছে। তাই আমার মতামত সাময়িকভাবে ২সপ্তাহের জন্য হলেও ক্যাম্পাস বন্ধ ঘোষনা করে অবস্থা পর্যবেক্ষণ করে দেখা হোক”। আবার এর ভিন্ন মতও আছে কিছু শিক্ষার্থীর যেমন ইমরান হোসেন নামের এক শিক্ষার্থী লেখেন ” হাবিপ্রবি এমনিতে সেশনজট এ জর্জরিত সুতরাং ক্যাম্পাস বন্ধ নয় প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ” এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক বলেন, করোনা ভাইরাস মোকাবিলার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হবে বিশ্ববিদ্যালয় বন্ধের কোন চিন্তা ভাবনা এখোনো নেই। এছাড়া ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপরের নির্দেশনা অনুযায়ী পালন করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest