বরিশাল হোটেল জোনাকিতে ১ পুরুষ ৩ জন মহিলা আটক, হোটেল সিলগালা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

বরিশাল হোটেল জোনাকিতে ১ পুরুষ ৩ জন মহিলা আটক, হোটেল সিলগালা
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশাল পোর্ট রোড ব্রিজ সংলগ্ন হোটেল জোনাকিতে দুপুর ২ ঘটিকার দিকে ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এসআই সুজিত কুমার গোমস্তা টিমসহ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় হোটেল থেকে শহীদ নামের ১ পুরুষ বাড়ি পোর্ট রোড কলাপট্টি, ৩ মেয়েকে আটক করা হয়েছে। ১ মিতু বাড়ি সাতক্ষীরা,২ বৃষ্টি বাড়ি গাজীপুর টঙ্গী, ৩ সাদিয়া আক্তার ঢাকা উত্তরা এদের মধ্যে পুরুষকে ১৫ দিনের ও মেয়ে তিনজনকে সাতদিন করে সাজা দেন এবং হোটেলটি সিলগালা করে দেন ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest