ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০
মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের একজন বরিশালে কর্মরত র্যাব সদস্য পার্বতী দাস। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের মৃত দুলাল চন্দ্র দাসের কন্যা। তিনি আনসার ব্যাটলিয়নের সদস্য হিসেবে র্যাবে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে ঢাকাস্থ তালা উপজেলা সমিতি। তিনি এই সমিতির আজীবন সদস্য ছিলেন। গত ১৪ মার্চ বিকালে খুলনা থেকে কর্মস্থল বরিশাল যাওয়ার পথে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে রাজিব পরিবনের সাথে ও একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পার্বতী দাসসহ ৫জন নিহত হয়,পরবর্তীতে খুমেকে আরও ৩ জনের নিহতের খবর পাওয়া গেছে,বাকি ৭ জন এখনো পর্যন্ত আশংকা জনক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST