রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ ও কারারক্ষীসহ ৪ জন আটক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ ও কারারক্ষীসহ ৪ জন আটক

ব্যুরো প্রধান, রাজশাহী : এরবার ছিনতাইয়ের অভিযোগে রাজশাহী মহানগরীতে এক পুলিশ সদস্য ও কারারক্ষিসহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ ভায়াট এলাকার সিদ্দিক মোল্লার ছেলে ও আরআরএফ’র রিজার্ভ ফোর্সের সদস্য সেলিম হোসেন (২২), বগুড়া জেলার গাবতলি থানার রহিমাপাড়া এলাকার অমল চন্দ্রের ছেলে কারারক্ষী অভি মান্য (২৬), সোনাতলার তেকানী এলাকার আব্দুল জলিল আকনের ছেলে কারারক্ষী তোফায়েল (২৫), চাঁপপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গার মৃত খাইরুল ইসলামের ছেলে কারারক্ষী রবিউল আউয়াল রুবেল (২৩)। রোববার বিকেলে ছিনতাই মামলায় তাদের আদালতে মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি তদন্ত মেহেদি হাসান জানান, গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খুরশিদ জাহান তার আত্মীয় জনিকে সাথে নিয়ে টি-বাঁধ থেকে পায়ে হেটে ফিরছিল। এ সময় শিমলা পার্কের পাশে চারজন ব্যক্তি নিজের রাজপাড়া থানার পুলিশ সদস্য পরিচয় দেন খুরশিদ ও জনিকে আটক করে শরীর তল্লাশী করে। এরপর তাদের আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। না দিলে মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেযার হুমকি দেয। কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করলে তাদের দুইজনকে টেনে-হেচড়ে বাঁধের নিয়ে যায় এবং মারধর করে। একপর্যায়ে তারা খুরশিদ ও জনির কাছ থেকে দুই হাজার টাকা কেড়ে নেয়। সেই সাথে বিষয়টি পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর খুরশিদ জাহান ও জনি রাজপাড়া থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের পাওয়ার পর ওসি তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খুরশিদ তাদের সনাক্ত করলে পুলিশ এক পুলিশ ও দুই কারারক্ষীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরেক কারারক্ষীকে আটক করা হয়। রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest