নাটোরের বড়াইগ্রামে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

নাটোরের বড়াইগ্রামে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক

বুলবুল আহাম্মেদ নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। রোববার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহেশকুন্ডি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৫), একই এলাকার মাদারপুর গ্রামের মোহন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (১৯) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে আল আমিন (১৯)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে রোববার কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস জে আর পরিবহণের বাংকারে ব্যাগে রাখা ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ফেন্সিডিল বোঝাই ব্যাগের মালিক আবু হানিফ ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। অপরদিকে, নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ কাজল তেল পাম্পের সামনে শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী কালে চালিয়ে ব্যাগ বোঝাই ১৩২ বোতল ফেন্সিডিলসহ আল আমিনকে আটক করা হয়। পরে তাদের নামে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest