ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জসিম উদ্দিন || পটুয়াখালীর দুমকিতে ঢাকা-দুমকি-গলাচিপা রুটের দূর-পাল্লার পরিবহনের ধাক্কায় নাম-পরিচয়হীন এক মহিলার (৬০) মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দুমকি নতুন বাজার সড়কে গলাচিপাগামী দূর-পাল্লার অন্তরা পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১১-১২২১) বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলা (৬০) গুরুতর আহত হয়। পথচরারীরা গুরুতর আহতকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। অপর দিকে উপজেলার চরগরবদি ফেরীঘাট থেকে ঘাতক পরিবহন বাসসটিকে আটক করেছে। দুমকি থানার অফিসসার ইনচার্জ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মস্তিস্কবিকৃতির ওই মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST