ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
মোঃ ইব্রাহীম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য পরিচয় করিয়ে দিতে ও মানুষকে খানিকটা আনন্দ দেওয়ার জন্য মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হলো গরুর দৌড় প্রতিযোগিতা। আঃ রহমান মাঝি ও স্থানীয় শূধী সমাজের উদ্যোগে রবিবার বিকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে আয়োজিত শত বছরের পুরনো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারও দর্শক সমবেত হয়। দেখা যায় বিকাল ৩টা থেকে নানা বয়সী মানুষ দলে দলে গরু দৌড় প্রতিযোগিতা দেখতে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে মাঠের চারপাশ ভরে ওঠে। এবারের এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৪ জন গরুর দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা করে় প্রথম হয়েছেন আঃ রহমান মাঝি, ২য় ,নসির মাঝি,৩য় মাইনুদ্দিন খালেক দেওয়ান রাসেল মাঝি ও ৪র্থ হয়েছেন আঃ জলিল। এছাড়া ও উলানিয়া ইউনিয়ন থেকে আহাম্মদ আলী ঘোড়ার দৌড় দিয়ে পুরুস্কৃত হয়েছেন। গরুর দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য সাংস্কৃতিক মনা আলতাফ হোসেন সিকদার। অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক রুস্তম আলী সরদার, সোহেল সরদার, বাবুল সরদার,মাসুদ তালুকদার,শফিকুল হাওলাদার মুন সহ বিভিন্ন পেশার হাজারও মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আলতাফ সিকদার বলেন হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে, বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এবং মাদক,সন্ত্রাসহ বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়তেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। এ ধারা প্রতি বছর অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST