উজিরপুরে এক দিন মজুর লাশ উদ্ধার ডোবা থেকে

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

উজিরপুরে এক দিন মজুর লাশ উদ্ধার ডোবা থেকে
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি :- উজিরপুর উপজেলার হারতায় আব্দুর রব তালুকদারের ছেলে রিয়াদুল ইসলাম (২৮) নামে এক দিন মজুরের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়। পরিবারিক সূত্রে জানা যায় যে গতকাল সকাল ৯ টা থেকে ১০ টার দিকে সে বাড়ি থেকে বেড় হয়। পরে তাহার (রিয়াদুলের) বৃদ্ধা মা দুপুরের খাবার খাওয়ার জন্য খোজা খুজি করেন। না পেয়ে তার নিকট আত্নীয় স্বজনদের কাছে খোজ নেন রিয়াদুলের মা। মৃত রিয়াদুলের মা বলেন তার পুত্র একটু সহজ সাপ্টা স্বভাবের বিভিন্ন সময় সে দিন মজুরের কাজ করতেন। পরের দিন পাশের বাড়ির সুকুমার রায়ের ছেলে শুধাংশু রায় তাহার চাষ করা জমি/কান্দির নালার পানিতে পড়া অবস্থায় রিয়াদুলের লাশ পড়ে থাকতে দেখেন। সুধাংশু রায়ের সাথে কথা বলে জানা যায় যে তিনি দুদিন আগে ১০০০ (এক হাজার) টাকা মৃত রিয়াদুলকে কাজের মজুরি বাবদ প্রধান করেন। জমির মালিক সুধাংশু রায় বলেন যে আজ সকালে আমি আমার জমিতে /কান্দিতে কাজ করতে গিয়ে দেখতে পাই যে রিয়াদুলের মৃত দেহ এবং পাশে একটি গামলা পানিতে পড়ে রয়েছে। আমি ভয় পেয়ে দ্রুত চলে এসে এলাকর লোকজনকে জানাই। পরে এলাকাবাসি ও ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন তালুকদারকে ও থানা পুলিশকে জানায়। পরে উজিরপুর থানার দায়িত্বরত এস,আই মাহাতাব উদ্দিন ও তার পুলিশ ফোর্স নিয়ে মৃত রিয়াদুলের লাশ উদ্ধার করেন। এস,আই মাহাতাব উদ্দিনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যে লাশ ময়না তদন্তের জন্যা পাঠানো হয়েছে। আপাততঃ আমরা অপমৃত্যু বলে ধারনা করেছি। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত স্ব ঠিক কিছু বলা যাচ্ছে না।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest