ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে এতিম শিশুদের মিষ্টিমুখ করে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ঢাকামোড় এতিম খানায় ২০০ এতিম শিশুদের মিষ্টি মুখ করান দিনাজপুর-৬ আসনের সংসদ এমপি শিবলী সাদিক। এর আগে উপজেলা চত্তরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘বঙ্গবন্ধু চত্তর’ উদ্বোধন করে বঙ্গবন্ধু প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন এমপি শিবলী সাদিক। পরে,কলেজিয়েট উচ্চবিদ্যালয় মুজিব শতবর্ষের কেক কাটা হয়। এ সময়,বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুর রহমান,বিরামপুর সার্কেলের সহকারি কমিশনার মিথুন সরকার, থানার ওসি মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইসচেয়াম্যান মেজবাউল হক,আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST