কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক তরুনীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক তরুনীর রহস্যজনক মৃত্যু
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের আড়ার সাথে ওড়নায় ফাঁস দিয়ে পলি চৌধুরী (২৬) নামের এক তরুনীর মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া আদর্শ গ্রামে হয়েছে। হাসপাতাল ও মৃত্যের পারিবারিক সূত্রে জানা যায়, লেমুপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে পলি চৌধুরীর প্রথম একটি বিবাহ হয় পরবর্তীর্তে সেখান হতে ডিভোর্স হয়ে যায়। তাঁর দ্বিতীয় বিবাহের কথা-বার্তা চলছিল। এ অবস্থায় কোন এক অজানা কারনে পরিবারের সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবার ও স্থানীয় লোকজন টের পেয়ে তাঁকে গলায় ফাঁসরত অবস্থা হতে নামিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শাকুরুজ্জান তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নাকি অন্য কোন কারন তা কেহই বলতে পারছে না। পরিবারের কাছে মৃত্যের কারন জানতে চাইলে তারা নির্দিষ্ট কোন কারন বলতে পারেনি। এবিষয়ে কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো. শাকুরুজ্জামান বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে না। গলায় ফাঁস দিলে যে ধরনের চিহ্ন থাকার কথা প্রাথমিকভাবে সেগুলোর উপস্থিতি কম বলে মনে হচ্ছে। তবে মৃত্যের ময়না তদন্ত হলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। কলাপাড়া থানার এস.আই সুকন্ঠ বলেন, গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক তরুনীর লাশ আমরা পেয়েছি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের কোন অভিযোগ থাকলে কলাপাড়া থানায় মামলা হবে অন্যথায় ইউডি মামলা করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest