ঢাকা ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর সোমবার ঢাকা নদীবন্দর থেকে সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। এদিন সকাল ছয়টায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর, পটুয়াখালীসহ বেশ কয়েকটি নৌপথে ১৩টি লঞ্চ ছেড়ে গেছে।
এর আগে শুক্রবার নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মো. শাহনেওয়াজ বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলের ৪২টি নৌপথে যান চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী উপস্থিতি কম ছিল।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST