দুমকিতে অগ্নিকান্ডের ঘটনায় বসত:ঘর, মন্দিরসহ ৫ গৃহ পুড়ে ছাই

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

দুমকিতে অগ্নিকান্ডের ঘটনায় বসত:ঘর, মন্দিরসহ ৫ গৃহ পুড়ে ছাই
মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসত:বাড়ি মন্দিরসহ ৫গৃহ ভষ্মীভূত হয়ে অন্তত: ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতসোমবার গভীর রাতে উপজেলার লেবুখালী গ্রামে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী লেবুখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন মোল্লা জানান, রাত ২টার দিকে লেবুখালী গ্রামের সুবল দাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সুবল দাসের বসত:ঘর, গুদামঘর, মন্দিরসহ ৫টি ঘর সম্পূর্ণ ভষ্ম হয়ে গেছে। এতে অন্তত: ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুবল দাস জানান, আকস্মিক আগুন লেগে বসত:ঘরের ফ্রিজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। ভোর ৪টায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছার আগেই ৫টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের কারণ জানাযায়নি। স্থানীয়দের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে থাকতে পারে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest