
বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ ফিরোজ মোল্লার সঞ্চালনায়, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লার সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবন, ঘাতকদের নিস্কৃষ্ঠতম অধ্যায় নিয়ে আলোচনা হয়। এসময় বক্তারা বলেন, হত্যাকারীদের দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ৩০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাকিউর রহমান, ৩০ ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শামীম আকন, গড়িয়ারপাড় বাজার কমিটির সভাপতি রিয়াজ হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গন্য মান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী জনসাধারণ, বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সদস্য বৃন্দ সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ এবং উক্ত তারিখে শাহাদাত বরণকারী অন্যান্য ব্যাক্তিবগের্র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন গড়িয়ারপার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব।