আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায়মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায়মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে সারা দেশের ন্যায় মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ সকাল ৯টার সময় শত পাউন্ড ওজনের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে জন্মশতবার্ষিকী শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। ১৯২০ সালের এই দিনে টঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেন। উক্ত জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -০৬(আত্রাই- রাণীনগর)আসনের সাংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। মুজিব শতবর্ষ উাদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠান উদ্ভোদনের পরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃএবাদুর রহমান, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক,পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.মোসলেম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস মমতাজ বেগম আনোয়ার হোসেন, ইলিয়াস আহম্মেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,মুক্তিযোদ্ধা সহ উপজেলার সকল নেতৃবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে, বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন এবং জাতীয় শিশু দিবসের নানা কর্মসূচির ঘোষণা দেন,স্থানীয় সংসদ সদস্য জননেতা মোঃ ইসরাফিল আলম।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest