ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০
মোঃ হাইরাজ, তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তপক অর্পণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা। সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন। পরে তালতলী মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও শিশু দিবস উপলক্ষে তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালতলী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির বরগুনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ে সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাত ৮ টায় ফানুস উৎসব ও আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে তালতলীর আকাশ ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST