এনামুল হক, বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ এখন পর্যন্ত বাংলাদেশে ১০ জন করোনা রোগী পাওয়া গেছে । এতে করে বিভিন্ন জেলায়-উপজেলায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে আতঙ্কিত জনতার অনেকেই নানা সময় নানা গুজবে কান দিচ্ছেন। করোনা থেকে মুক্তি মিলবে এমন তথ্য পেলেই তা যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এমনই এক গুজব রাতে ছরিয়ে পরেছে পুরো বাউফল উপজেলা জুরে ভারতের জৈনপুরী একজন পীর স্বপ্ন দেখেছেন এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর সংক্রমিত হবে না। সেই গুজবে সাড়া দিয়ে বাউফল উপজেলার আশপাশের বাসীন্দারা রাতের আঁধারে থানকুনি পাতা সংগ্রহে নেমেছেন। অনেকে গভীর রাতে খেয়েছেন সে পাতা। তারা বলছেন, এই থানকুনি পাতাই করোনাভাইরাসের উত্তম প্রতিষেধক। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু হয়েছে এ গুজব।বাউফলে অনেকে ফেসবুকে এ নিয়ে পোস্ট দিচ্ছেন, কেউ কেউ স্বজন, বন্ধুদের ফোন করে ঘুম ভাঙ্গিয়ে জরুরিভিত্তিতে থানকুনি পাতা খেতে বলেছেন। অনেকে বলছেন জৈনপুরী পীর সাহেব স্বপ্নে দেখেছেন যে, তিনটি থানকুনি পাতা আর এক গ্লাস পানি খেলে করোনা ভাইরাস কারো শরীরে আসবে না । আর এই রাতের মধ্যেই পাতা তিনটি খেতে হবে। তবে অনেকে বলছেন, এমন গুজবের উৎপত্তি কোথা থেকে তা কেউ জানে না। উল্লেখ্য, চীনের উহান শহর থেকে এ ভাইরাসের উৎপত্তি হয়ে বর্তমানে পুরো বিশ্বে ছরিয়ে পরেছে।