সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ইন্তেকাল।

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ইন্তেকাল।

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ সাবেক রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক হুইপ, সাবেক তিন বারের নির্বাচিত সংসদ সদস্য শহীদুল হক জামাল ১৮ মার্চ রোজ বুধবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.. বিষয়টি নিশ্চিত করেন তার একমাত্র মেয়ে সৈয়দা সোনিয়া ফারজানা হক ও তার চাচাতো ভাই সৈয়দ আফতাব হোসেন (মোফাক্কের) এদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায় যে তার মরাদেহ সিঙ্গাপুর থেকে ৩ টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। আগামিকাল সকালে তার প্রথম জানাজার নামাজ জাতীয় সংসদ প্লাজা ভবন ও বিএনপির কেন্দ্রীয় অফিসে তার জানাজার নামাজের কথা রয়েছে।পরে তার নিজ এলাকা বরিশালের বানারীপাড়া, লবনসাড়ায় আনা হবে তবে কখন তার নিজ এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পরিবারের সাথে যোগাযোগ না করে স্বঠিক নিশ্চিত করা যাচ্ছে না। মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest