ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
আবু মুসা, স্টাফ রিপোর্টারঃ অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে নাটোর সদর হাসপাতাল।আগুনের লেলিহান শিখা ও ধোয়া শিশু ও মেডিসিন ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে।এসময় কর্তব্যরত নার্সদের সহায়তায় দ্রুত রোগীরা হাসপাতাল ত্যাগ করে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান,দুপুরে সদর হাসপাতালে শিশু ও মেডিসিন ওয়ার্ডের পেছনে একটি গর্ত করে বেডের পুরাতন ফোম সহ রোগীদের ব্যবহার্য বিভিন্ন কাপড় পোড়ানো শুরু করে হাসপাতালের কর্মচারীরা।বাতাশের কারনে আগুন ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।বিষয়টি খোজ নিয়ে দেখবেন বলে জানান সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST