রাধারমণ দত্তের ১০৪তম প্রয়াণ দিবস: প্রথম দিনেররাধারমণ দত্তের ১০৪তম প্রয়াণ দিবস: প্রথম দিনের কর্মসূচী পালন

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

রাধারমণ দত্তের ১০৪তম প্রয়াণ দিবস: প্রথম দিনেররাধারমণ দত্তের ১০৪তম প্রয়াণ দিবস: প্রথম দিনের কর্মসূচী পালন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:

জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকায় মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০৪তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। ২দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার প্রথম দিন সন্ধ্যায় কেশবপুর বাজারস্থ রাধারমণ কমপ্লেক্সের নির্ধারিত স্থান এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান বি,পি,এম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাবল হাসান সমুজ, পৌরসভার সাবেক কাউন্সিলার আবু সুফিয়ান ঝুনু, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছমির আলী, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দেলোয়ার হোসেন, কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না। এছাড়াও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিন (১২ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ স্থানীয় নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাধারমণ দত্ত সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে চ্যানেল আই সেরা কন্ঠ সালমা সহ দেশের বিভিন্ন এলাকার জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest