মোঃ মনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের সরকারি খাস জমির ওপর নির্মিত ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন আগে উপজেলা সদরের বাহেরচর বন্দরে সরকারি খাস জমি দখল করে ৭টি টিনশেড এবং একটি পাকা স্থাপনার একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এ অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশনা লঙ্ঘন করায় বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে আর কেউ যাতে আবার দখল না করে সেজন্য নোটিশ দেওয়া হয়েছে। সরকারি এই নির্দেশ যিনি অমান্য করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।