শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধি : বরিশাল উজিরপুর উপজেলায় ইতিমধ্যে ইতালি থেকে ২ জন ও মালয়েশিয়া থেকে ৫ জনের পরিবার তাদের নিজ বাড়িতে অবস্থান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানিয়েছেন। উজিরপুর পৌরসভার এক ইতালি প্রবাসী তার পরিবারের ৪ জনকে হোম কোয়ারেন্টাই রাখা হয়েছে। মালয়েশিয়া থেকে ৫ জনের একটি পরিবার সাতলা ইউনিয়নে অবস্থান করেছেন। তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ রোজ বুধবার (১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা ইতালি প্রবাসী অবস্থান করার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী ও থানা পুলিশের একটি টিম এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সহ প্ররন করা হয়েছে। তাদের পরিবার ৩ জন সদস্য রয়েছে বলে জানা গেছে। তাঁদেরকে ও হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। নির্বাহী কর্মকর্তা আরো জানান যে প্রতিটি ইউনিয়নের জন প্রতিনিধি, দফাদার,চৌকিদার সহ সকলকে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর করা নজরদারি রাখতে বলা হয়েছে। উজিরপুর মডেল থানা ইনচার্জ জিয়াউল আহসান তিনি জানান তথ্য গোপন রাখা হলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শওকত আলী জানান এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পওয়া যায়নি।তবে সন্দেহ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।