বাউফলে ২৫৮ বিদেশ ফেরত কে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ।

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

বাউফলে ২৫৮ বিদেশ ফেরত কে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ।

এনামুল হক, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ২৫৮জন প্রবাসীকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ইউনিট পটুয়াখালী সেল থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বাউফল উপজেলায় ২৫৮ জন প্রবাসী দেশে এসেছেন। তাদের চিহ্নিতকরনের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মী, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা কাজ শুরু করেছেন। করোনা প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য এলাকায় এলাকায় মাইকিং ও প্রচারপত্র বিতরন করা হচ্ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest