আগৈলঝাড়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভ্রাম্যমান আদালতে ২জনকে ১১হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

আগৈলঝাড়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভ্রাম্যমান আদালতে ২জনকে ১১হাজার টাকা জরিমানা

মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদেশ থেকে দেশে ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ২জনকে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, বুধবার উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের মৃত আদেল উদ্দিন হাওলাদারের ছেলে প্রবাসী খলিল হাওলাদার (৫৫) ব্রুনাই থেকে গত ১৩ তারিখ দেশে ফিরে এসেছে। কিন্তু সে বিদেশ থেকে ফিরে আসার পর ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও সে বাহিরে ও বাজারে ঘোরাঘুরি করলে তাকে স্থানীয়রা অনেকবার ঘরের বাহিরে যেতে নিষেধ করে। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী রওশন ইসলাম তার বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে খলিল হাওলাদারকে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। এসময় তার স্ত্রী মনোয়ারা বেগম (৪০) তার স্বামীকে আলাদা ভাবে হোম কোয়ারেন্টাইনে না রাখার অপরাধে একই ধারায় তাকেও ৬হাজার টাকা জরিমানা ও ২০ দিনের কারাদন্ডের আদেশ দেন। এসময় তারা জরিমানার ১১ হাজার টাকা পরিশোধ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, রতœপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, এসআই মোক্তার হোসেন, আ’লীগ নেতা আওলাদ কাজী, ইউপি সদস্য আসাদুল হক প্রমুখ। এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী রওশন ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন সম্প্রতি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করে যারা এই উপজেলায় প্রবেশ করছেন তারা কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। অযথা কেউ গুজবে কান দেবেন না। বিদেশ থেকে আগত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের জনসম্মুখে দেখা গেলে নিকটবর্তী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থাকে সংবাদ দিন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest