করোনা ভাইরাস আতঙ্ক: রাজশাহীতে মাস্ক কিনতে ক্রেতাদের ভিড়

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

করোনা ভাইরাস আতঙ্ক: রাজশাহীতে মাস্ক কিনতে ক্রেতাদের ভিড়

ওমর ফারুক, ব্যুরো প্রধান, রাজশাহী: গতকাল বুধবার বাংলাদেশে করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও দেশের বিভিন্ন স্থানে বিদেশ ফেরত মানুষদের কোয়ারান্টিনে রাখার পর মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। আর নিজেদের এ ভাইরাস থেকে রক্ষা করতে হঠাৎ করেই আবার মাস্ক কেনা শুরু করেছেন মানুষ। তবে ক্রেতাদের চাহিদার উপর ভর করে প্রত্যেক ধরনের মাস্কের দাম বেড়েছে কয়েক গুণ। করোনা ভাইরাস আতঙ্কের শুরুর দিকে দাম বাড়ায় প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করে দাম না বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয় ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। বিক্রেতারা বলছেন, পাইকারি দোকানে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। তারা ইচ্ছা করে এর দাম বাড়ায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও ১৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া পর ও সচেতনতা বাড়াতে মাস্ক ব্যবহার করা শুরু করেছেন বাইরে যাতায়াতকারী মানুষ। এই কারণে রাস্তাঘাটে অন্য যেকোনো সময়ের তুলনায় মাস্ক ব্যবহার করি মানুষের সংখ্যা বেড়েছে। আর ১০ টাকা দামের মাস্কগুলো রাজশাহী মহানগরীর বাজারগুলোতে এখন বিক্রি হচ্ছে ২৫ টাকায়, ৩০ টাকার মাস্ক বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায় আর ৫০ টাকা দামের হচ্ছে ৯৫ থেকে ১২০ টাকায়। বিভিন্ন ধরনের মাস্কের দাম বেড়েছে। সরোজমিনে গতকাল বুধবার রাজশাহী মহানগর প্রাণকেন্দ্র সাহেব বাজার গিয়ে দেখা যায়, মাস্কের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। একটি মাস্ক নেয়ার জন্য ক্রেতাদের মধ্যে অনেকেই দামদর করছেন না। কারণ টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি প্রত্যেকটি দোকানে প্রায় একই ধরনের অবস্থা দেখা যায়। এ নিয়ে ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ থাকলেও তারা মাস্ক পাচ্ছেন এটিকেই বড় করে দেখছেন। মাস্ক ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি বলেন, আমরা আগে তো ১০ টাকা দামের মাক্স ১০ টাকায় বিক্রি করেছি কিন্তু এখন দাম বাড়ায় আমাদের আর কিছু করার থাকে না। পাইকারি বাজারে দাম বেশি আমরা চাইলেই কমাতে পারি না। এজন্য তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আরডি মার্কেটের সামনের রাস্তায় এক মাস্কের দোকানে দেখা যায়, প্রচুর ক্রেতা মাস্ক কিনছেন। তাদের মধ্যে অনেকেই দাম করছেন না বিক্রেতারা যে দাম চাচ্ছেন সেই দামে কিনে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছেন। সেই বিক্রেতাও জানালেন পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার কথা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest