জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় ফাঁস লাগিয়ে খাদিজা (১৯) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে রান্না ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত খাদিজা উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়া গ্রামের আব্দুল জব্বারের কন্যা। পারিবারিক লোকজনের সাথে কথা বলে জানা যায়, দুপুরে কেউ বাড়িতে ছিলেন না। সবার অগোঁচরে রান্না ঘরে গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার জানতে পারেন। পরে মডেল থানার পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে কি কারনে এ আত্মহত্যা তা কেউ বলতে পারেন নি। এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও মডেল থানার ওসি জহুরুল ইসলাম কলেজ পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।।