বরিশালে ঘূর্ণিঝড় “বুলবুল” পরবর্তী সহায়তা ও উদ্ধার কাজে ইয়ুথ প্লান ফর সোসাইটি’র অংশগ্রহন

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

বরিশালে ঘূর্ণিঝড় “বুলবুল” পরবর্তী সহায়তা ও উদ্ধার কাজে ইয়ুথ প্লান ফর সোসাইটি’র অংশগ্রহন

পারভেজ সিকদারঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী সহায়তা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে বরিশালের কতিপয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ইয়ুথ প্লান ফর সোসাইটি”, বিডি ক্লিন,এর সদস্যগন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় নগরীর বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে এ দায়িত্ব পালন করেন তারা৷ ১০ ই নভেম্বর রোববার দুপুর ১২ টা থেকে মধ্যরাত অবধি শহরের রূপাতলি, চাদমারি, দূর্গাসাগর, বটতলা সহ বিভিন্ন স্থানে তাদের এ কার্যক্রম চলমান থাকে।

উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেওয়া “ইয়ুথ প্লান ফর সোসাইটির” কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি রিমা অাফরিন রুহী জানান, “ বরিশালের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ইয়ুথ প্লান ফর সোসাইটি (ওয়াই. পি. এস), বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সমন্বয়ে দিন থেকে মাঝরাত পর্যন্ত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে বরিশালের মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বটতলায় উদ্ধার কার্যক্রমে সকলের মাঝে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন। তিনি সেচ্ছাসেবক হিসেবে এ কাজে অংশগ্রহন করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি অারো বলেন যে,দূর্যোগ পরবর্তী বিপদগ্রস্থ মানুষকে সহযোগীতা করার যে মানসিকতা তারা দেখিয়েছে তাহাতে সকলেই প্রশংসার দাবীদার, তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও এই অঞ্চলের যে কোনো দূর্যোগকালীন সময়ে আমারা সিটি কর্পোরেশন,ফায়ার সার্ভিস, ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো সম্মিলিত ভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করলে অবশ্যই সফল হতে পারবো।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest