ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মুজিববর্ষের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূঘর্টনায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটি গ্রামের মৃত.করিম মৃধার ছেলে মুক্তিযোদ্ধা মো.শাহজাহান মুধা। গত ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠান শেষে অটোগাড়িতে করে বাড়ি যাওয়ার পথে রাজিহার বসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই ঢাকার একটি হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো.শাহজাহান মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ি লখারমাটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST