ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
মোঃ লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চলাচলের রাস্তা দখল কেন্দ্র করে বাড়িতে আগুন দেয়া ও বাড়ির সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে। স্থানীয়রা জানায়, ঘোড়াঘাট পৌর এলাকার বলদিয়া পাড়ার মাহাবুব রহমানের চলাচলের রাস্তা দীর্ঘদিন থেকে বন্ধ করে রেখেছে তারই প্রতিবেশী শাহানীর মিয়া ও প্রভা রানী। রাস্তা না থাকায় মানুষের জায়গার উপরের জঙ্গল দিয়ে চলাচল করছিল তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বার বার অভিযোগ করে কোন সমাধান না পাওয়ায় আজ বৃহঃপতিবার (১৯ মার্চ) দুপুরে মাহাবুব রহমান ও তার পরিবারের লোকজন রাস্তা বন্ধ করার কাজে ব্যবহৃত টিনের বেড়া ভাংতে গেলে প্রতিপক্ষ শাহানীর মিয়ার বাড়িতে থাকা ভুট্টার খড়ে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দ্বিতীয় দফায় পুলিশ চলে গেলে মাহবুরের পরিবারের লোকজন আবারও আরেক প্রতিপক্ষ প্রভা রানীর বাড়ির সীমানা প্রাচীরের জায়গা নিজেদের চলাচলের রাস্তা দাবি করে দেয়ালের কিছু অংশ ভেঙ্গে ফেলে। পরে পুলিশ এসে ঘটনাস্থল পৌর এলাকার বলদিয়া পাড়ার মোতাহার হোসেনের ছেলে কিবরিয়া(৩৫), একই এলাকার শেরাফত মুন্সির ছেলে মাহবুব রহমান (৩০) ও তার ভাই মাহফুজ (২৮) কে আটক করে। আটকের আগে মাহাবুব রহমান বলেন, আমাদের প্রতিবেশী শাহানীর টিনের বেড়া দিয়ে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে রেখেছে এবং প্রভা রানী আমাদের রাস্তার জায়গা দখল করে নিজের বাড়ির সীমানা প্রাচীর তুলেছে। আজ আমরা টিনের বেড়া ভাংতে গেলে শাহানুর ও তার পরিবারের লোকজন আমাদেরকে ফাঁসাতে চক্রান্ত করে নিজেরাই নিজেদের খড়ির পালায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আমরা সম্পূর্ণ ঘটনা মোবাইলে ভিডিও করে রেখেছি। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গন্ডগোল সৃষ্টি করতে নিজেরাই ময়লার স্তুপে আগুন লাগিয়ে দেয়। আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষের ৩ জনকে থানায় নিয়ে এসেছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST