রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুগার্পুরে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে মাক্স ও লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোটারিয়ান আতাউর রহমান খান আখির। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিভিন্ন হাটবাজারে এসব পন্য বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকমর্ীগন উপস্থিত ছিলেন। শিল্পপতি রোটারিয়ান আতাউর রহমান খান আখির বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বঁাচা সম্ভব। সে বিষয় গুলো চিন্তা করে দুগার্পুর কলমাকান্দা এলাকার মানুষকে সচেতন করতে আমার এ ক্ষুদ্র আয়োজন।