বাগেরহাটে বিদেশ ফেরত ৩৩০০, কোয়ারেন্টাইনে ২৫৫

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২০

বাগেরহাটে বিদেশ ফেরত ৩৩০০, কোয়ারেন্টাইনে ২৫৫
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :- বাগেরহাটে বিদেশ ফেরত ৩ হাজার ৩‘শ প্রবাসীর মধ্যে মাত্র ২‘শ ৫৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় এরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। যেসব প্রবাসীদের দেশে আসার দিন ১৪ দিনের মধ্যে রয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাগেরেহাট জেলা প্রশাসন। তবে কোন প্রাবসী কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানলে আইন প্রয়োগের মাধ্যমে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট জেলা সদর হাসপাতালে ২০০টি এবং জেলা সদরের বাইরে ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নিকটবর্তী স্থানে প্রত্যেকটিতে ১০০শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্স সমন্বয়ে র্যা পিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। আতঙ্কিত হবার কিছু নেই। সর্তক থাকার জন্য পরমর্শ দেয়া হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest