রাকিবুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুরের সদর , হাকিমপুর , নবাবগঞ্জ , খানসামা ,বিরামপুর , কাহারোল ও পার্বতীপুরের বড়পুকুরিয়া চীনা নাগরিকসহ ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখেন জেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস তিন জন চীনা নাগরিকসহ ১৭ জন বিদেশ ফেরত ব্যাক্তিদের কে হোম কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন । নভেলা করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দিনাজপুরের খানসামা উপজেলায় এক ওমান প্রবাসী মহিলা ও এক দুবাই প্রবাসী পুরুষকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তাদের দুজনের মধ্যে একজন ভেড়ভেড়ী ও আরেকজন আংগারপাড়া ইউনিয়নের বাসিন্দা। নবাবগঞ্জ উপজেলায় ওমান থেকে ফেরত এক জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। হাকিমপুর উপজেলাে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এবং দিনাজপুর সদরের চাউলিয়াপট্টিস্থ সৌদি আরব থেকে একজনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা নাগরিক তিন জন কে হোম কোয়ায়েইন্টাইনে রাখা হয়েছে । এ ছাড়া বিরামপুরে চীন থেকে ফেরত আসা ৬ জন প্রবাসিকে কোয়ারেন্টাইনে রাখা রয়েছে ।