কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটের গুজবে পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারসহ বিভিন্ন এলাকায় মুদি দোকানগুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আলু,পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া মূল্যে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের কারনে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী আলু,পিয়াজ,রসুন,লবনসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করে মজুদ রাখার সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা সদর সুবিদখালী বন্দর সহ আশেপাশের বাসিন্দারা বাজারে ছুটে আসেন।এসময় ক্রেতারা ৫কেজি থেকে শুরু করে ১৫-২০কেজি পর্যন্ত পিয়াজ,আলু,রসুনসহ বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে বাড়ী ফিরেন।আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ৪০টাকা মূল্যের পিয়াজ ৬৫ থেকে ৭০টাকা,১৫টাকার আলু ২৫টাকাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ১৫ থেকে ৩০টাকা বৃদ্ধি করে বিক্রি করেন। বৃহস্পতিবার রাতেই সুবিদখালী বাজার সহ আশেপাশের বাজার পিয়াজ ও আলু শূন্য হয়ে যায়। গতকাল শুক্রবার সকাল ১১টায় বাজারে ক্রেতাদের উপচেপড়া ভীড়ের সংবাদ পেয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর আনোয়ার ইসলাম গুজবকে পুঁজি করে অতিরিক্ত মূল্যে পণ্যসামগ্রী বিক্রি,মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে সুবিদখালী বাজরসহ বিভিন্ন বাজারে ক্রেতারা ও বিক্রেতাদেরকে অনুরোধ জানিয়ে মাইকিং করেন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।##