এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে নোবেল করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০মার্চ) সকালে উপজেলার কালাইয়া বন্দর মহাজন পট্রি (কাঁচা মালের আড়ৎ) ও বগা বন্দরে ওই অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি। সূত্র জানায়, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পিয়াঁজের দাম বৃদ্ধি করায় কালাইয়া বন্দরের আবুল কালাম, মো. সাদ্দাম ও মো. সোহেল নামের তিন ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া একই বন্দরের চাল ব্যবসায়ী সোহেল সরদারকে পঞ্চাশ হাজার ও বগা বন্দরের প্রিয় লাল মিস্ত্রিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, তাঁরা পণ্যের মূল্যবৃদ্ধি করে বিক্রি করে আসছিল। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের আওতায় তাদের অর্থদন্ডে দন্ডিত করা হয়। তিনি আরো জানায়, বাজার নিয়ন্ত্রণে আনতে এ অভিযান চলমান থাকবে।