মির্জাগঞ্জে থানায় প্রবেশ করতে হাত ধোয়া বাধ্যতামূলক করলেন ওসি

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০

মির্জাগঞ্জে থানায় প্রবেশ করতে হাত ধোয়া বাধ্যতামূলক করলেন ওসি
কামরুজ্জামান বাঁধন, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলামের উদ্যোগে থানায় আগত সেবাপ্রত্যাশীসহ সকলকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে থানার সামনে স্থাপন করা হয়েছে অস্থায়ী বেসিন। হাত ধোয়ার পর পরিস্কারের জন্য স্থাপিত অস্থায়ী বেসিনে হ্যান্ড স্যানিটাইজারের সাথে রাখা হয়েছে টিস্যু। থানায় প্রবেশের পূর্বে হাত ধোয়ার জন্য বেসিন বসানোয় খুশি থানায় আগত সেবা প্রত্যাশী ও পুলিশ সদস্যরা। থানায় আগত সেবা প্রত্যাশী আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা মো.মোকছেদুল আলম (৪২) বলেন, মির্জাগঞ্জ থানার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে থানায় প্রবেশের পূর্বে হাত ধোয়া বাধ্যতামূলক করায় আমি খুশি। আমি এবং আমার পরিবারের সকল সদস্য হাত ধুয়ে গৃহে প্রবেশের জন্য বাড়িতে অস্থায়ী বেসিন স্থাপন করবো।মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই,মানুষকে সচেতন করতে মির্জাগঞ্জ থানার উদ্যোগে গত সোমবার থেকে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনামূলক মাইকিং ও লিফলেট বিতরন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর থেকে অস্থায়ী বেসিন বসানো হয়েছে এবং পুলিশ সদস্যসহ সকলকে প্রতিবার থানায় প্রবেশের পূর্বে হাত ধুয়ে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest