কলাপাড়ায় অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা, আসামী পলাতক

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

কলাপাড়ায় অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা, আসামী পলাতক
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :-  পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহিন (১৯) পলাতক রয়েছে। শুক্রবার রাতে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর নানী শাহিন কে প্রধান আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। অষ্টম শ্রেনীর স্কুল ছাত্রীর নানী জনান, নাতনীকে একা রেখে আমি পাশের বাড়িতে গিয়ে ছিলাম। ওর নানায় একটি ধর্মীয় আনুষ্ঠানে গিয়েছিল। সন্ধ্যার সময় আমি বাড়িতে এসে দেখি প্রতিবেশী ওছনাদ্দিন ফরাজীর ছেলে শাহিন নাতনীকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। তিনি নাতনীর উপর নির্যাতনের দৃশ্য দেখে ডাকচিৎকার দিলে শাহিন দৌড়ে পালিয়ে যায়। ছাত্রীর নানী অারও জানান, পাশ্ববর্তী আমতলী উপজেলার গুলিশা খালী ইউনিয়নে তার মেয়ে জামাইর বাড়ি। চাকুরীর সুবাধে বাবা মা এলাকায় না থাকায় নাতনী তার বাসায় থেকে লেখাপড়া করছে। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাহিনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest