উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) প্রতিনিধি :- ‘অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন, আতংকিত না হয়ে, আসুন সতর্ক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, তরুন সমাজ সেবক শিপন সরদার করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকারে শনিবার সকাল থেকে রাজগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণ কালে তিনি বলেন, বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসে সংক্রামিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস সংক্রমিত হওয়ার আগেই আমাদের সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প কিছু নেই। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন যুবলীগনেতা সোহেল রানা, জাহিদ হোসেন, ফিরোজ হোসেন, হারুন হোসেন, মেহেদী হাসান, বিল্পাব হোসেন, ছাত্রলীগনেতা আকাশ হোসেন, মুন্না, ইমন, মমিনুর, সুজন প্রমূখ।