ভারতে জনতা কারফিউ জারী, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

ভারতে জনতা কারফিউ জারী, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি
মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি :- করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকার আজ “জনতা কারফিউ” জারী করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বানিজ্য। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কারফিউ। হিলি বন্দরের ব্যবসায়িরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর জেরে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র বন্ধ সহ জনসমাগম অনেক আগেই নিষিদ্ধ করে ভারত। আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত “জনতা কারফিউ” জারী করা হয়। যেহেতু সকাল থেকে এই কারফিউ চলছে, তাই ভারতের ব্যবসায়িরা একদিনের জন্য হোম কোয়ারেন্টিনে অবস্থান করছে। একারণে সেখানে জনজীবন স্থবির হয়ে পড়ায় বাংলাদেশের সঙ্গে সীমান্ত বানিজ্য বন্ধ রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest