ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলায় করোনাভাইরাসের কারনে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে উজিরপুর উপজেলার প্রশাসন। আজ রোজ বুধবার সকাল ১০ টার সময় উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসের নির্দেশে সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জয়দেব চক্রবর্তীর হস্তক্ষেপে হারতা বাজার উওর পাড় বন্দরে মেসার্স জয় ভ্যারাইটিস স্টোরে যতিন মন্ডলের দোকানে প্রমানিত হয় যে তিনি বর্তমান বাজারে পিয়াজের মূল্য ৪০ থেকে ৪৫ টাকা, তিনি পিয়াজ সহ অন্যান্য দ্রব্য সামগ্রী বেশি দর মূল্যে বিক্রি করেন। পরে মোবাইল কোর্ড মামলা নং ১৪৫/২০২০ জয়দেব চক্রবর্তী (১৮০৩) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও হারতা পুলিশ ক্যাম্প ইনচার্জ আজমল হোসেন মনি চন্দ্র মন্ডলের পুত্র জতিন মন্ডলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা ৩৮ জরিপানা বাবদ ৫০০০(পাঁচ হাজার) টাকা নগদ আদায় করেন। পরে তিনি হারতা বন্দরের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে দেখেন যে বন্দরের উওর পাড় শ্যানের খালের (রাস্তার পাশে) প্রতিনিয়ত শত শত লোকজন চলাচলের পথি মধ্যে ময়লা বর্জ্য স্তুপঃ করে রাখায় বন্দরের চলাচলের বাঁধা গ্রস্ত হচ্ছে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জয়দের চক্রবর্তী স্থানীয় দোকানদারদের দ্রুত অপসারণ করার নির্দেশনা প্রধান করেন। এবং স্থানিয় চেয়ারম্যান ডাক্তার হরেন রায় কে প্রশ্ন করেন যে আপনার এলাকার ৬নং ওয়ার্ডে মোহাম্মদ গনি মৃধার বাড়িতে সুন্নাতে খাতনায় ২৫০ থেকে ৩০০ লোকের মধ্যেন্ন ভোজের আয়োজন করা হয়েছে। আপনার কাছে কি অভিযোগ রয়েছে তিনি (ডাক্তার হরেন রায়) চেয়ারম্যান বলেন যে এটি ইউপি সদস্য মোহাম্মদ ফারুক হোসেন তালুকদারের ওয়ার্ড তাহাকে জিজ্ঞেসা করলে হয়তো ভাল জানা যাবে।ডাক্তার হরেন রায়কে বর্তমান মহামারি মারাত্বক মরন বেধী করোনাভাইরাস সচেতন সম্পর্কে জানতে চাইলে ও হারতা বন্দরে ময়লা, বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্পর্কে জানতে চাইলে তিনি উওরে বলেন যে করোনাভাইরাসে ময়লা ও বর্জ্য পরিস্কারে কোন প্রভাব পড়ে না। তখন উপস্থিত ইউপি সদস্যা রুপালী বৈদ্যের কাছে জানতে চাইলে তিনি তাহার কথায় প্রতিবাদ জানিয়ে বলেন, যে অবশ্যই আমাদের প্রতিটি নাগরিকদের পরিস্কার, পরিচ্ছন্ন,ও সচেতন থাকা প্রয়োজন। পরিশেষে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জয়দেব চক্রবর্তী ইউপি সদস্য মোহাম্মদ ফারুক হোসেন তালুকদারকে নির্দেশ প্রধান করেন, যে পুলিশ ফোর্সদের নিয়ে সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গিয়ে বাঁধা প্রধান করেন ও জনপ্রতিনিধি, প্রশাসনকে হারতা বন্দরের রাস্তা,ব্রিজের দুই প্রান্তে জায়গা ও ভুমি অফিসের সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা দুই এক দিনের মধ্যে অপসারণের নির্ধেষ প্রধান করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST