ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।আর এই করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। শহরের কোর্ট চত্বর ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দুটি পানির ট্যাংক বসানো হয়। এই দুটি পানির ট্যাংকে ৪টি নল রয়েছে। এতে পথচারীরা করোনা ভাইরাস থেকে বাঁচতে সাবান দিয়ে হাত পরিস্কার করবেন। কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু সহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ফর এনাদার এর নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি বলেন, মরণঘাতি এক ভাইরাসের নাম করোনা ভাইরাস। প্রতিনিয়তই বেড়ে চলেছে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাস প্রতিরোধ করতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আর তাই আমরা এ উদ্যোগ নিয়েছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST