মির্জাগঞ্জে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

মির্জাগঞ্জে ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মো.সাইফুল ইসলাম,মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার হোসেন।রবিবার বিকেলে উপজেলার সুবিদখালী বাজারে বাজার মনিটরিং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।মুদি মনোহরী দোকানগুলোতে সরকার নির্ধারিত পণ্যের মূল্য তালিকা না থাকায় ও পেঁয়াজ,আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দেন। অর্থদন্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন, হাজী মোঃ আবু বেপারী , মোঃ সোবহান মিয়া ও রাখাল দাস। এদের মধ্য আল্লাহর দান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হাজী মোঃ আবু বেপারীকে ১ হাজার টাকা,সোহান ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সোবাহান মিয়াকে ২ হাজার টাকা ও দাস স্টোর এর স্বত্তধিকারী রাখাল দাসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সরোয়ার হোসেন বলেন,বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest