পঞ্চগড়ে করোনা সন্দেহে একজন আইসোলেশনে

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

পঞ্চগড়ে করোনা সন্দেহে একজন আইসোলেশনে

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে করোনা সন্দেহে আসাদুজ্জামান রাব্বী (২৬) নামে এক যুবককে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গভীর রাত ১.৩০ মিনিটে ভর্তি করা হয়েছে । সে মাদারীপুর জেলার কালকিনী উপজেলার কয়ারিয়া এলাকার আদিল উদ্দীন শরীফের ছেলে। সম্প্রতি সে পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকার সোহাবুর রহমান সুজন আলী নামে তার ভায়রার বাড়িতে বেড়াতে আসে। রাতে রাব্বী বুকে ব্যাথা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসলে চিকিৎসক তার শারিরিক অবস্থা দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে সুজনের পরিবারের ২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে জেলার ৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৭৩ জন সহ ৫৬৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে তাদের মধ্যে ১৪ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ সিরাজুদ্দৌলা পলিন জানান, তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রেখেছি।রোগীর শ্বাস কষ্ট সহ লক্ষণ গুলো খুব বেশি তীব্র না। তবে আমরা আইইডিসিআর এর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest