তালতলীতে মাদকসেবী যুবকের কারাদন্ড

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

তালতলীতে মাদকসেবী যুবকের কারাদন্ড

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মাদক সেবন করায় শহিদুল ইসলাম(৩৭) নামের এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাথে আরও ৫হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার(২৩মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিসট্রেট সেলিম মিঞা এ কারাদন্ড দেন। শহিদুল উপজেলার ঠাকুরপাড়া এলাকার মোঃ দেনছের আলীর ছেলে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম মিঞার বিষয়টি নিশ্চিত করে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গোপন সংবাদ পেয়ে শহিদুল ইসলামকে মাদক সেবন কালে আটক করেন। পরে শহিদুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest