এনামুল হক বাউফল পটুয়াখালী:- করোনা আতঙ্কে জেঁকে বসেছে সারা দেশে। আতঙ্কিত সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। যার ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ঠাণ্ডা-সর্দি, জ্বর-কাশির সাধারণ রোগীরাও। করোনায় আক্রান্ত না হলেও জ্বর, সর্দি বা কাশির সমস্যায় ভুগছেন- এমন রোগীকেও চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করছেন চিকিৎসকরা। এমন চিত্র বাউফলের প্রত্যেক বেসরকারি হসপিটাল ও ক্লিনিক গুলোতে । অনেক ডাক্তার জ্বরে আক্রান্ত রোগীদের সেবা দেবেন না বলে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে জ্বর বা শ্বাসকষ্টে ভুগতে থাকা অনেক রোগী বিনা চিকিৎসায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বেসরকারি হাসপাতালগুলো এসব রোগীকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন। এতে অনেক রোগী বিনা চিকিৎসায় আরও মুমূর্ষু হয়ে পড়ছেন। নিরাপত্তাজনিত কারণে এসব রোগীকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা রোগীদের সেবা দিতে অনীহা প্রকাশ করছেন। বাউফলে বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ঘুরে দেখা গেছে, জ্বর, সর্দি, কাশি নিয়ে কোনো রোগী এলে সরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে। ডাক্তারদের ভাষ্য, যেহেতু করোনাভাইরাস শনাক্তের কোনো ব্যবস্থা এখানে নেই, তাই আমরা রিস্ক নিচ্ছি না। করোনা হোক বা না হোক-সর্দি, কাশি কিংবা জ্বর নিয়ে চিকিৎসা নিতে গেলে সব প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়েই রোগীকে ফিরিয়ে দেয়ারও অভিযোগ উঠেছে। এসব উপসর্গ নিয়ে হাসপাতালে এলে সন্দেহ হলেই রোগীকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হচ্ছে। যার ফলে এসব রোগীর মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা